সমতলবাসী বাঙ্গালি জনগোষ্ঠীর পাহাড় নির্ভর জীবন ও জীবিকা: প্রেক্ষিত মীরসরাইয়ের মধ্য-মঘাদিয়া গ্রাম
Abstract
বাংলাদেশের সীমিত পাহাড়ি অঞ্চলে অবস্থিত উষ্ণ মন্ডলীয় চিরহরিৎ বৃক্ষরাজি নিয়ে পাহাড়ি বনাঞ্চল গঠিত। স্থানীয় সমতলবাসী বাঙালিদের একাংশ এই বনাঞ্চল থেকে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ আহরণের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে; আর একারণে এই জনগোষ্ঠীকে ‘পাহাড় নির্ভর’ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। প্রচলিত ধারণানুসারে, ‘পাহাড় নির্ভর’ বলতে পাহাড়ে বসবাসরত ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’কেই বোঝানো হয়। কিন্তু আমাদের এই প্রবন্ধটিতে (গবেষণায়) সমতলের বাঙালি জনগোষ্ঠীর ‘পাহাড় নির্ভর’ জীবন ও জীবিকার প্রেক্ষাপটটি বিশ্লেষণ করা হয়েছে। এক্ষেত্রে, স্থানীয় পাহাড় নির্ভর জনগোষ্ঠী কেন এবং কিভাবে পাহাড়ের সাথে সম্পৃক্ত সেই বিষয়টি এই প্রবন্ধের কেন্দ্রীয় জিজ্ঞাসা হিসেবে বিবেচিত হয়েছে। পাশাপশি, বর্তমানে ‘পাহাড় নির্ভর’ এই জনগোষ্ঠীর পেশাগত গতিশীলতার স্বরূপটিও অনুসন্ধান করা হয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাস করায় এবং জীবন ও জীবিকার নানা রসদ সহজলভ্য হওয়ায় ঐতিহ্যগতভাবে এবং বংশ পরম্পরায় সমতলের বাঙালি জনগোষ্ঠীর ‘পাহাড় নির্ভর’ জীবন ও জীবিকার ঐতিহাসিক সম্পৃক্ততা তৈরি হয়। কিন্তু বর্তমানে, সরকারী ও বেসরকারী নানা পদক্ষেপ যেমন, সামাজিক বনায়ন, বন বিভাগ কর্তৃক বাগান তৈরি, বাঙালি বসতি স্থাপনকারীদের দ্বারা ভূমি অধিগ্রহণ, মূল্যস্ফীতিসহ প্রভৃতি কারণে পাহাড় নির্ভর সমতলবাসী বাঙালিদের পাহাড় কেন্দ্রিক সুযোগ-সুবিধা অনেকটাই সীমিত হয়ে গেছে। উপরন্তু, শিক্ষার প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নতুন কর্মক্ষেত্র সৃষ্টিসহ সমকালীন নানা সুযোগ-সুবিধা স্থানীয় ‘পাহাড় নির্ভর’ জনগোষ্ঠীর আশা-আকাঙ্খা ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন সাধন করছে। ফলশ্রুতিতে, বর্তমানে এই জনগোষ্ঠীর অনেকেই পর্যায়ক্রমে অন্য পেশা গ্রহণ করছেন।