বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা : প্রথম দশকের অভিজ্ঞতা
Abstract
বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টা একটা অমিমাংসিত বিষয়। সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা হয়। কিন্তু, উচ্চ আদালত কর্তৃক ষোড়শ সংশোধনী বাতিল করার ফলে বিতর্কটি আবারো আলোচনায় চলে আসে। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক বিতর্কটা দীর্ঘদিনের। এ বিতর্কটি নিয়ে কিছু লেখালেখি হয়েছে। কিন্তু, এসব লেখালেখির বেশিরভাগ ক্ষেত্রেই ইস্যুটির বিবর্তনকে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তুলে ধরা হয়নি। এই প্রবন্ধে পাকিস্তান আমলে ও বাংলাদেশের প্রথম দশকে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ইস্যুটির আলোচনা করা হয়েছে। এই প্রবন্ধের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশের বিচারবিভাগের স্বাধীনতার ইস্যুটির বিবর্তনকে ঐতিহাসিক ভাবে উত্থাপন করা। যেহেতু এটি একটি ব্যাখ্যামূলক প্রবন্ধ, তাই এখানে গুণগত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এই প্রবন্ধের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বর্তমান অবস্থা নিয়ে যে বিতর্ক আছে তা বুঝার প্রয়াসকে যথাযথ ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থাপন করা সম্ভব হবে।