বিদ্যাসাগরের সমাজ ও পরিবার-বিচ্ছিন্নতা: একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ
Abstract
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিকে বাংলা গদ্যের জনক; অন্যদিকে শিক্ষা ও সমাজসংস্কারক। দানশীল ও পরোপকারী ব্যক্তিত্ব হিসেবেও তিনি সুখ্যাত। কুসংস্কার দূর করে যিনি বাঙালি সমাজকে আলোকিত করতে চেয়েছেন, তাঁকেই আমরা শেষ জীবনে পরিচিত লোকালয় ছেড়ে কার্মাটাড়ে সাঁওতালদের সাথে বসবাস করতে দেখি। এই স্বসমাজত্যাগের প্রধান কারণ হিসেবে তাঁর ভেতরে সৃষ্ট বিচ্ছিন্নতাবোধকে চিহ্নিত করা যায়। পুুঁজিবাদী সমাজে মানুষের স্বার্থ সংশ্লিষ্টতা দেখে, কাছের ও দূরের মানুষের কাছে কারণে-অকারণে মানসিক আঘাত পেয়ে, তাঁর মাঝে সৃষ্টি হয়েছিল বিচ্ছিন্নতাবোধ। বিদ্যাসাগরের এই বিচ্ছিন্নতাবোধকে এমিল ডুর্খেইম, কার্ল মার্কস প্রমুখের বিচ্ছিন্নতাবোধের তত্ত্ব দ্বারা বিশ্লেষণ করা যায়। অস্তিত্ববাদী দর্শন দ্বারাও তাঁর অন্তর্সত্তায় সৃষ্ট বিচ্ছিন্নতাবোধের ব্যাখ্যা করা সম্ভব। এই প্রবন্ধে বিদ্যাসাগরের জীবনের বিচ্ছিন্নতাবোধের স্বরূপ ও কারণকে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে।