Vol. 39 (2023)
সম্পাদকীয়
কলা ও মানববিদ্যা অনুষদ জার্নালের ৩৯তম ভলিয়্যুমের ১ম ইস্যু অনলাইন সংস্করণসহ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। এ সংখ্যায় বাংলা ও ইংরেজি ভাষায় রচিত মোট ১৯টি প্রবন্ধ স্থান পেয়েছে। ইতিহাস, সমাজ, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য, ভাষা ও ভাষাতত্ত্ব, সঙ্গীত, নাট্যকলা, চারুকলা, সংবাদপত্র, স্থাপত্য এবং ধর্মতত্ত্ব - এই বিস্তৃত পরিসরের প্রবন্ধগুলো আমাদের মানব সমাজ, সংস্কৃতি ও চিন্তাধারার বহুমূখী দিক নিয়ে গভীর আলোচনা করার সুযোগ করে দেয়। আশা করি, এই আন্ত:শাস্ত্রীয় গবেষণাগুলি নতুন দিগন্ত উম্মোচন করবে।
সম্পাদনা পরিষদ প্রকাশিত প্রবন্ধের গুণগত মান ও গবেষণা পদ্ধতিগত স্বচ্ছতা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছে। প্রবন্ধের চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে সম্মানিত সম্পাদনা পরিষদ ও রিভিউয়ারবৃন্দের মূল্যবান সহযোগিতা ছিল অনস্বীকার্য। তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকল পাঠক, গবেষক এবং লেখককে এই জার্নালের মাধ্যমে সৃষ্ট জ্ঞানচর্চার প্রাঙ্গনে স্বাগত। আমরা আশা করি, এই প্রকাশনা অ্যাকাডেমিক আলোচনাকে আরও বেগবান করবে এবং নতুন গবেষণার অনুপ্রেরণা জোগাবে।
জার্নাল প্রকাশনায় জট কমে আসায় অনুষদের নীতিমালা অনুযায়ী এখন থেকে প্রতি ভলিয়্যুমে ২টি সংখ্যা প্রকাশিত হবে।
---------
প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক
নির্বাহী সম্পাদক
দ্য চিটাগং ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, ৩৯তম সংখ্যা (১ম ইস্যু), ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়