মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় বিজ্ঞাপনের শুভেচ্ছা বার্তা: প্রেক্ষিত সাপ্তাহিক জয়বাংলা
Abstract
বাঙালি জাতির শত বছরের সংগ্রামী ইতিহাস ও হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পূর্ণমাত্রায় উপস্থাপন করেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। রাষ্ট্রের সর্বক্ষেত্রে বঞ্চিত বাঙালি জাতি যখন স্বাধিকার লাভে উদগ্রীব হয়ে ওঠে তখনই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্মম হত্যাযজ্ঞ শুরু করেছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর ইতিহাসে অত্যন্ত নিন্দনীয় ঘটনা হিসেবে বিবেচিত। এ হত্যাযজ্ঞের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতি বীরত্বের সাথে লড়াই করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে যা বিশ্ব গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। যুদ্ধকালীন বাঙালি জাতির ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামের ইতিহাস আমরা পাই বিভিন্ন পত্রপত্রিকাসহ অন্যান্য উপাদান থেকে। মুক্তিযুদ্ধকালীন সরকারের উদ্যোগে প্রকাশিত সাপ্তাহিক জয়বাংলা পত্রিকাটিতে ছাপা হয়েছিল বিভিন্ন বিজ্ঞাপন। বাংলাদেশের যুদ্ধাবস্থায় জনগণের জন্য শুভেচ্ছা বার্তা প্রেরিত হয়েছিল সেসব বিজ্ঞাপনে। বিজ্ঞাপনের সুগঠিত শব্দবিন্যাস কিভাবে যুদ্ধাহত দেশের সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিল, কেনই বা ঐ সমস্ত বিজ্ঞাপনদাতাগণ বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলো তা নিয়ে বর্তমান প্রেক্ষাপটে গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেছি। জয়বাংলা পত্রিকাটিতে প্রকাশিত বিজ্ঞাপনগুলো যুদ্ধকালীন পরিস্থিতিকে কতটুকু যৌক্তিকভাবে সকলের নিকট তুলে ধরেছিল তার বিশ্লেষণধর্মী ব্যাখ্যা বর্তমান প্রবন্ধে প্রকাশের প্রয়াস নেয়া হয়েছে।